আমার মাথা নত করে | আমি বহু বাসনায় প্রাণপণে চাই | কত অজানারে জানাইলে তুমি |
বিপদে মোরে রক্ষা করো | অন্তর মম বিকশিত করো | প্রেমে প্রাণে গানে গন্ধে |
তুমি নব নব রূপে এসো প্রাণে | আজ ধানের খেতে রৌদ্রছায়ায় | আনন্দেরই সাগর থেকে |
তোমার সোনার থালায় সাজাব | আমরা বেঁধেছি কাশের গুচ্ছ | লেগেছে অমল ধবল পালে |
আমার নয়ন-ভুলানো এলে | জননী, তোমার করুণ চরণখানি | জগৎ জুড়ে উদার সুরে |
মেঘের 'পরে মেঘ জমেছে | কোথায় আলো | আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে |
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল | আজি ঝড়ের রাতে তোমার অভিসার | জানি জানি কোন্ আদি কাল হতে |
তুমি কেমন করে গান কর যে গুণী | অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে | যদি তোমার দেখা না পাই প্রভু |
হেরি অহরহ তোমারি বিরহ | আর নাই রে বেলা | আজ বারি ঝরে ঝর ঝর |
প্রভু তোমা লাগি আঁখি জাগে | ধনে জনে আছি জড়ায়ে হায় | এই তো তোমার প্রেম |
আমি হেথায় থাকি শুধু | দাও হে আমার ভয় ভেঙে দাও | আবার এরা ঘিরেছে মোর মন |
আমার মিলন লাগি তুমি | এসো হে এসো, সজল ঘন | পারবি না কি যোগ দিতে |
নিশার স্বপন ছুটল রে | শরতে আজ কোন্ অতিথি | হেথা যে গান গাইতে আসা |
যা হারিয়ে যায় তা আগলে বসে | এই মলিন বস্ত্র ছাড়তে হবে | গায়ে আমার পুলক লাগে |
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত | জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ | আলোয় আলোকময় ক'রে হে |
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব | রূপসাগরে ডুব দিয়েছি | আকাশতলে উঠল ফুটে |
হেথায় তিনি কোল পেতেছেন | নিভৃত প্রাণের দেবতা | কোন্ আলোতে প্রাণের প্রদীপ |
তুমি আমার আপন | নামাও নামাও আমায় তোমার | আজি গন্ধবিধুর সমীরণে |
আজি বসন্ত জাগ্রত দ্বারে | তব সিংহাসনের আসন হতে | তুমি এবার আমায় লহো হে নাথ |
জীবন যখন শুকায়ে যায় | এবার নীরব করে দাও | বিশ্ব যখন নিদ্রামগন |
সে যে পাশে এসে বসেছিল | তোরা শুনিস নি কি | মেনেছি, হার মেনেছি |
একটি একটি করে তোমার | কবে আমি বাহির হলেম | তোমার প্রেম যে বইতে পারি |
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে | আমার খেলা যখন ছিল তোমার সনে | ওই যে তরী দিল খুলে |
চিত্ত আমার হারাল আজ | ওগো মৌন, না যদি কও | যতবার আলো জ্বালাতে চাই |
সবা হতে রাখব তোমায় | বজ্রে তোমার বাজে বাঁশি | দয়া দিয়ে হবে গো মোর |
সভা যখন ভাঙবে তখন | চিরজনমের বেদনা | তুমি যখন গান গাহিতে বল |
ধায় যেন মোর সকল ভালোবাসা | তারা দিনের বেলা এসেছিল | তারা তোমার নামে বাটের মাঝে |
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ | কথা ছিল এক-তরীতে | আমার একলা ঘরের আড়াল ভেঙে |
একা আমি ফিরব না আর | আমারে যদি জাগালে আজি নাথ | ছিন্ন করে লও হে মোরে |
চাই গো আমি তোমারে চাই | আমার এ প্রেম নয় তো ভীরু | আরো আঘাত সইবে আমার |
এই করেছ ভালো, নিঠুর | দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে | তুমি যে কাজ করছ |
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো | ডাকো ডাকো ডাকো আমারে | যেথায় তোমার লুট হতেছে ভুবনে |
ফুলের মতন আপনি ফুটাও গান | মুখ ফিরায়ে রব তোমার পানে | আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে |
আজ বরষার রূপ হেরি | হে মোর দেবতা | এই মোর সাধ যেন এ জীবনমাঝে |
একলা আমি বাহির হলেম | আমি চেয়ে আছি তোমাদের সবাপানে | আর আমায় আমি নিজের শিরে |
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে | যেথায় থাকে সবার অধম | হে মোর দুর্ভাগা দেশ |
ছাড়িস নে ধরে থাক এঁটে | আছে আমার হৃদয় আছে ভরে | গর্ব করে নিই নে ও নাম |
কে বলে সব ফেলে যাবি | নদীপারের এই আষাঢ়ের | মরণ যেদিন দিনের শেষে |
দয়া করে ইচ্ছা করে | ওগো আমার এই জীবনের | যাত্রী আমি ওরে |
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে | ভজন পূজন সাধন আরাধনা | সীমার মাঝে, অসীম, তুমি |
তাই তোমার আনন্দ আমার 'পর | মানের আসন, আরামশয়ন | প্রভুগৃহ হতে আসিলে যেদিন |
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে | আমার এ গান ছেড়েছে তার | নিন্দা দুঃখে অপমানে |
রাজার মতো বেশে | জড়িয়ে গেছে সরু মোটা | গাবার মতো হয় নি কোনো গান |
আমার মাঝে তোমার লীলা হবে | দুঃস্বপন কোথা হতে এসে | গান দিয়ে যে তোমায় খুঁজি |
তোমায় খোঁজা শেষ হবে না মোর | যেন শেষ গানে মোর | যখন আমায় বাঁধ আগে পিছে |
যতকাল তুই শিশুর মতো | আমার চিত্ত তোমায় নিত্য হবে | তোমায় আমার প্রভু করে রাখি |
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি | ওরে মাঝি, ওরে আমার | মনকে, আমার কায়াকে |
যাবার দিনে এই কথাটি | আমার নামটা দিয়ে ঢেকে রাখি | নামটা যেদিন ঘুচাবে |
জড়ায়ে আছে বাধা | তোমার দয়া যদি | জীবনে যত পূজা |
একটি নমস্কারে, প্রভু | জীবনে যা চিরদিন | তোমার সাথে নিত্য বিরোধ |
প্রেমের হাতে ধরা দেব | সংসারেতে আর-যাহারা | প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে |
গান গাওয়ালে আমায় তুমি | মনে করি এইখানে শেষ | শেষের মধ্যে অশেষ আছে |
দিবস যদি সাঙ্গ হল | | |