দূরের গান
(সুদূরের পানে চাওয়া উৎকণ্ঠিত আমি)
| কর্ণধার
(ওগো আমার প্রাণের কর্ণধার)
| আসা-যাওয়া
(ভালোবাসা এসেছিল)
|
বিপ্লব
(ডমরুতে নটরাজ বাজালেন তান্ডবে যে তাল)
| জ্যোতির্বাষ্প
(হে বন্ধু, সবার চেয়ে চিনি তোমাকেই)
| জানালায়
(বেলা হয়ে গেল, তোমার জানালা-'পরে)
|
ক্ষণিক
(এ চিকন তব লাবণ্য যবে দেখি)
| অনাবৃষ্টি
(প্রাণের সাধন কবে নিবেদন)
| নতুন রঙ
(এ ধূসর জীবনের গোধূলি)
|
গানের খেয়া
(যে গান আমি গাই)
| অধরা
(অধরা মাধুরী ধরা পড়িয়াছে)
| ব্যথিতা
(জাগায়ো না, ওরে জাগায়ো না)
|
বিদায়
(বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে)
| যাবার আগে
(উদাস হাওয়ার পথে পথে)
| সানাই
(সারারাত ধ'রে)
|
পূর্ণা
(তুমি গো পঞ্চদশী)
| কৃপণা
(এসেছিনু দ্বারে ঘনবর্ষণ রাতে)
| ছায়াছবি
(আমার প্রিয়ার সচল ছায়াছবি)
|
স্মৃতির ভূমিকা
(আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্ধ নিরালায়)
| মানসী
(মনে নেই, বুঝি হবে অগ্রহান মাস)
| দেওয়া-নেওয়া
(বাদল দিনের প্রথম কদমফুল)
|
সার্থকতা
(ফাল্গুনের সূর্য যবে)
| মায়া
(আজ এ মনের কোন্ সীমানায়)
| অদেয়
(তোমায় যখন সাজিয়ে দিলেম দেহ)
|
রূপকথায়
(কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা)
| আহ্বান
(জ্বেলে দিয়ে যাও সন্ধ্যাপ্রদীপ)
| অধীরা
(চির-অধীরার বিরহ-আবেগ)
|
বাসাবদল
(যেতেই হবে)
| শেষ কথা
(রাগ কর নাই কর, শেষ কথা এসেছি বলিতে)
| মুক্তপথে
(বাঁকাও ভুরু দ্বারে আগল দিয়া)
|
দ্বিধা
(এসেছিলে তবু আস নাই, তাই)
| আধোজাগা
(রাত্রে কখন মনে হল যেন)
| যক্ষ
(যক্ষের বিরহ চলে অবিশ্রাম অলকার পথে)
|
পরিচয়
(বয়স ছিল কাঁচা)
| নারী
(স্বাতন্ত্র৻স্পর্ধায় মত্ত পুরুষেরে করিবারে বশ)
| গানের স্মৃতি
(কেন মনে হয়)
|
অবশেষে
(যৌবনের অনাহূত রবাহূত ভিড়-করা ভোজে)
| সম্পূর্ণ
(প্রথম তোমাকে দেখেছি তোমার)
| উদ্বৃত্ত
(তব দক্ষিণ হাতের পরশ)
|
ভাঙন
(কোন্ ভাঙনের পথে এলে)
| অত্যুক্তি
(মন যে দরিদ্র, তার)
| হঠাৎ মিলন
(মনে পড়ে কবে ছিলাম একা বিজন চরে)
|
গানের জাল
(দৈবে তুমি)
| মরিয়া
(মেঘ কেটে গেল)
| দূরবর্তিনী
(সেদিন তুমি দূরের ছিলে মম)
|
গান
(যে ছিল আমার স্বপনচারিণী)
| বাণীহারা
(ওগো মোর নাহি যে বাণী)
| অনসূয়া
(কাঁঠালের ভূতি-পচা, আমানি, মাছের যত আঁশ)
|
শেষ অভিসার
(আকাশে ঈশানকোণে মসীপুঞ্জ মেঘ)
| নামকরণ
(বাদলবেলায় গৃহকোণে)
| বিমুখতা
(মন যে তাহার হঠাৎপ্লাবনী)
|
আত্মছলনা
(দোষী করিব না তোমারে)
| অসময়
(বৈকালবেলা ফসল-ফুরানো)
| অপঘাত
(সূর্যাস্তের পথ হতে বিকালের রৌদ্র এল নেমে)
|
মানসী
(আজি আষাঢ়ের মেঘলা আকাশে)
| অসম্ভব ছবি
(আলোকের আভা তার অলকের চুলে)
| অসম্ভব
(পূর্ণ হয়েছে বিচ্ছেদ, যবে ভাবিনু মনে)
|
গানের মন্ত্র
(মাঝে মাঝে আসি যে তোমারে)
| স্বল্প
(জানি আমি, ছোটো আমার ঠাঁই)
| অবসান
(জানি দিন অবসান হবে)
|