রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ ভাদ্র, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

রচনাস্থান: গিরিডি

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

১২ (amar naiba halo)

                   আমার   নাইবা হল পারে যাওয়া।

যে হাওয়াতে চলত তরী   অঙ্গেতে সেই লাগাই হাওয়া ॥

          নেই যদি বা জমল পাড়ি   ঘাট আছে তো বসতে পারি।

আমার   আশার তরী ডুবল যদি   দেখব তোদের তরী-বাওয়া ॥

হাতের কাছে কোলের কাছে   যা আছে সেই অনেক আছে।

আমার   সারা দিনের এই কি রে কাজ-- ওপার-পানে কেঁদে চাওয়া।

          কম কিছু মোর থাকে হেথা   পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা।

আমার   সেইখানেতেই কল্পলতা   যেখানে মোর দাবি-দাওয়া ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.