রাগ: পিলু-দেশ-মূলতান

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৩৫ (kon sudur hote)

কোন্‌   সুদূর হতে আমার মনোমাঝে

     বাণীর ধারা বহে-- আমার প্রাণে প্রাণে।

আমি    কখন্‌ শুনি, কখন্‌ শুনি না যে,

          কখন্‌ কী যে কহে-- আমার কানে কানে॥

          আমার ঘুমে আমার কোলাহলে

          আমার আঁখি-জলে   তাহারি সুর,

          তাহারি সুর জীবন-গুহাতলে

          গোপন গানে রহে-- আমার কানে কানে॥

কোন্‌   ঘন গহন বিজন তীরে তীরে

তাহার ভাঙা গড়া-- ছায়ার তলে তলে।

          আমি   জানি না কোন্‌ দক্ষিণসমীরে

          তাহার ওঠা পড়া-- ঢেউয়ের ছলোছলে।

এই      ধরণীরে গগন-পারের ছাঁদে   সে যে   তারার সাথে বাঁধে,

          সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে

          'এ নহে এই নহে-- নহে নহে, এ নহে এই নহে'--

                                  কাঁদে কানে কানে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.