রাগ: কাফি

তাল: নবতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1917

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৫ (duyar mor pathapashe)

দুয়ার মোর পথপাশে,   সদাই তারে খুলে রাখি।

কখন্‌ তোর রথ আসে   ব্যাকুল হয়ে জাগে আঁখি॥

     শ্রাবণে শুনি দূর মেঘে   লাগায় গুরু গরো-গরো,

     ফাগুনে শুনি বায়ুবেগে   জাগায় মৃদু মরো-মরো--

     আমার বুকে উঠে জেগে   চমক তারি থাকি থাকি॥

সবাই দেখি যায় চলে   পিছন-পানে নাহি চেয়ে

উতল রোলে কল্লোলে   পথের গান গেয়ে গেয়ে।

     শরৎ-মেঘ যায় ভেসে   উধাও হয়ে কত দূরে

     যেথায় সব পথ মেশে   গোপন কোন্‌ সুরপুরে।

     স্বপনে ওড়ে কোন্‌ দেশে   উদাস মোর মনোপাখি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.