রাগ: খাম্বাজ

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1340

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

১০০ (amra nutan joubaneri dut)

    আমরা নূতন যৌবনেরই দূত।

        আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।

            আমরা বেড়া ভাঙি,

    আমরা    অশোকবনের রাঙা নেশায় রাঙি,

        ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই-- আমরা বিদ্যুৎ॥

            আমরা করি ভুল--

    অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল।

যেখানে ডাক পড়ে    জীবন-মরণ-ঝড়ে    আমরা প্রস্তুত॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.