রাগ: শঙ্করাভরণ (দক্ষিণী)

তাল: ঝাঁপতাল-কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1302

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

স্বরলিপিকার: সরলা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

১৯ (bishwa rajalaye bishwabina)

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।

স্থলে জলে নভতলে বনে উপবনে

নদীনদে গিরি-গুহা-পারাবারে

নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা,   নিত্য নৃত্যরসভঙ্গিমা ॥

নববসন্তে নব আনন্দ-- উৎসব নব--

অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;

শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;

পিককূজনপুষ্পবনে বিজনে।

তব   স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে

কলগীত সুললিত বাজে।

তোমার নিশ্বাসসুখপরশে   উচ্ছ্বাসহরষে

পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।

দিকে দিকে তব বাণী-- নব নব তব গাথা-- অবিরল রসধারা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.