রাগ: বিলাবল-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

৩১২ (sakha bahe gela bela)

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা,    এ কি আর ভালো লাগে।

আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,    প্রাণে কেন নাহি জাগে॥

    কবে আর হবে থাকিতে জীবন    আঁখিতে আঁখিতে মদির মিলন--

    মধুর হুতাশে মধুর দহন,    নিতি-নব অনুরাগে॥

তরল কোমল নয়নের জল,    নয়নে উঠিবে ভাসি,

সে বিষাদনীরে নিবে যাবে ধীরে    প্রখর চপল হাসি।

    উদাস নিশ্বাস আকুলি উঠিবে,    আশানিরাশায় পরান টুটিবে--

    মরমের আলো কপোলে ফুটিবে    শরম-অরুণরাগে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.