রাগ: আশাবরী-ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৩১৯ (amar man cheye ray)

আমার  মন চেয়ে রয় মনে মনে   হেরে মাধুরী।

        নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি॥

        চেয়ে চেয়ে বুকের মাঝে   গুঞ্জরিল একতারা যে--

        মনোরথের পথে পথে বাজল বাঁশুরি।

        রূপের কোলে ওই-যে দোলে অরূপ মাধুরী॥

কূলহারা কোন্‌ রসের সরোবরে    মূলহারা ফুল ভাসে জলের 'পরে।

        হাতের ধরা ধরতে গেলে   ঢেউ দিয়ে তায় দিই যে ঠেলে--

        আপন-মনে স্থির হয়ে রই, করি নে চুরি।

        ধরা দেওয়ার ধন সে তো নয়, অরূপ মাধুরী॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.