রাগ: রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৮ (apni abash hali)

     আপনি অবশ হলি, তবে   বল দিবি তুই কারে?

     উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে ॥

করিস নে লাজ, করিস নে ভয়,   আপনাকে তুই করে নে জয়--

     সবাই তখন সাড়া দেবে   ডাক দিবি তুই যারে ॥

বাহির যদি হলি পথে    ফিরিস নে আর কোনোমতে,

     থেকে থেকে পিছন-পানে চাস নে বারে বারে।

নেই যে রে ভয় ত্রিভুবনে,    ভয় শুধু তোর নিজের মনে--

     অভয়চরণ শরণ ক'রে      বাহির হয়ে যা রে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.