রাগ: ইমন-ভূপালী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

১০ (amra sabai raja)

আমরা       সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে--

              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

আমরা       যা খুশি তাই করি,   তবু   তাঁর খুশিতেই চরি,

আমরা       নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে--

              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

রাজা         সবারে দেন মান,    সে মান    আপনি ফিরে পান,

মোদের      খাটো ক'রে রাখে নি কেউ কোনো অসত্যে--

              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

আমরা       চলব আপন মতে,    শেষে     মিলব তাঁরি পথে,

মোরা        মরব না কেউ বিফলতার বিষম আবর্তে--

              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.