রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৩৩ (buk bedhe tui)

     বুক বেঁধে তুই দাঁড়া দেখি,   বারে বারে হেলিস নে ভাই!

     শুধু তুই    ভেবে ভেবেই হাতের লক্ষ্ণী   ঠেলিস নে ভাই ॥

একটা কিছু করে নে ঠিক,       ভেসে ফেরা মরার অধিক--

     বারেক এ দিক বারেক ও দিক,  এ খেলা আর খেলিস নে ভাই ॥

মেলে কিনা মেলে রতন   করতে তবু হবে যতন--

     না যদি হয় মনের মতন   চোখের জলটা ফেলিস নে ভাই!

ভাসাতে হয় ভাসা ভেলা,   করিস নে আর হেলাফেলা--

     পেরিয়ে যখন যাবে বেলা   তখন আঁখি মেলিস নে ভাই ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.