রাগ: খাম্বাজ

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

৪ (jagater purohit tumi)

         জগতের পুরোহিত তুমি– তোমার এ জগৎ-মাঝারে

         এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে ।

         ফুলে ফুলে করে কোলাকুলি,  গলাগলি অরুণে উষায় ।

         মেঘ দেখে মেঘ ছুটে আসে,  তারাটি তারার পানে চায় ।

         পূর্ণ হল তোমার নিয়ম,  প্রভু হে, তোমারি হল জয়–

         তোমার কৃপায় এক হল  আজি এই যুগলহৃদয় । 

         যে হাতে দিয়েছ তুমি বেঁধে  শশধরে ধরার প্রণয়ে 

         সেই হাতে বাঁধিয়াছ তুমি  এই দুটি হৃদয়ে হৃদয়ে । 

         জগত গাহিছে জয়-জয়,  উঠেছে হরষকোলাহল,

         প্রেমের বাতাস বহিতেছে– ছুটিতেছে প্রেমপরিমল ।

         পাখিরা গাও গো গান,  কহো বায়ু চরাচরময়–

         মহেশের প্রেমের জগতে  প্রেমের হইল আজি জয় ।। 

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.