রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ জ্যৈষ্ঠ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ মে, ১৯১৪

রচনাস্থান: রামগড় পাহাড়

৭ (dujane ek haye jao)

         দুজনে  এক হয়ে যাও,  মাথা রাখো একের পায়ে–

         দুজনের  হৃদয় আজি  মিলুক তাঁরি মিলন-ছায়ে । 

             তাঁহারি  প্রেমের বেগে  দুটি প্রাণ  উঠুক জেগে–

             যা-কিছু  শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে । 

         সমুখে   সংসারপথ,  বিঘ্নবাধা কোরো না ভয়–

         দুজনে   যাও চলে যাও– গান করে যাও তাঁহারি জয় ।

             ভকতি  লও পাথেয়,  শকতি  হোক অজেয়–

             অভয়ের আশিসবাণী  আসুক তাঁরি প্রসাদ-বায়ে ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.