রাগ: বাহার

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৬ (deshe deshe bhrami taba)

               দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিয়ে

          নগরে প্রান্তরে বনে বনে ।  অশ্রু ঝরে দু নয়নে,

              পাষাণ হৃদয় কাঁদে সে কাহিনী শুনিয়ে ।

          জ্বলিয়া উঠে অযুত প্রাণ,  এক সাথে মিলি এক গান গায়—

          নয়নে অনল ভায়— শূন্য কাঁপে অভ্রভেদী বজ্রনির্ঘোষে ! 

                  ভয়ে সবে নীরবে চাহিয়ে ।।

              ভাই বন্ধু তোমা বিনা আর মোর কেহ নাই ।

              তুমি পিতা, তুমি মাতা, তুমি মোর সকলই ।

           তোমারি দুঃখে কাঁদিব মাতা, তোমারি দুঃখে কাঁদাব ।

           তোমারি তরে রেখেছি প্রাণ,  তোমারি তরে ত্যজিব ।

                  সকল দুঃখ সহিব সুখে

                          তোমারি মুখ চাহিয়ে ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.