রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

৩৩ (ki asim sahay tor meye)

        কী অসীম সাহস তোর, মেয়ে।

         আমার সাহস!

                      তাঁর সাহসের নাই তুলনা।

                 কেউ যে কথা বলতে পারে নি

              তিনি ব'লে দিলেন কত সহজে--

                            জল দাও।

ওই একটু বাণী--

                                   তার দীপ্তি কত;

                        আলো ক'রে দিল আমার সারা জন্ম।

                   বুকের উপর কালো পাথর চাপা ছিল যে,

                               সেটাকে ঠেলে দিল--

                                    উথলি উঠল রসের ধারা।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.