রাগ: মিশ্র বেহাগ-পূরবী-কাফি

তাল: মধ্যমান

রচনাকাল (বঙ্গাব্দ): 1285

রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

৩ (nirab rajani dekho mogno)

                  নীরব রজনী দেখো মগ্ন জোছনায় ।

                ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গো ।।

                  ঘুমঘোরময় গান বিভাবরী গায়—

                  রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো ।।

                  নিশার কুহকবলে       নীরবতাসিন্ধুতলে

                  মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর—

                প্রশান্ত সাগরে হেন     তরঙ্গ না তুলে যেন

                  অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর ।

                তটিনী কী শান্ত আছে—  ঘুমাইয়া পড়িয়াছে

                  বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি

                ভুলে যদি ঘুমে ঘুমে     তটের চরণ চুমে

                  সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি ।

                তাই বলি, অতি ধীরে,  অতি ধীরে গাও গো—

                  রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.