রাগ: কাফি

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ শ্রাবণ, ১৩১০

রচনাকাল (খৃষ্টাব্দ): জুলাই, ১৯০৩

রচনাস্থান: আলমোড়া

৮৩ (tomar koti toter dhati)

             তোমার কটি-তটের ধটি   কে দিল রাঙিয়া —

             কোমল গায়ে দিল পরায়ে   রঙিন আঙিয়া ।।

             বিহানবেলা আঙিনাতলে   এসেছ তুমি কী খেলাছলে—

             চরণ দুটি চলিতে ছুটি   পড়িছে ভাঙিয়া ।

             তোমার কটি-তটের ধটি  কে দিল রাঙিয়া ।।

             কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি—

             দুয়ার-পাশে জননী হাসে   হেরিয়া নাচনি।

             তাথেই-থেই তালির সাথে   কাঁকন বাজে মায়ের হাতে—

             রাখাল-বেশে ধরেছ হেসে   বেণুর পাঁচনি।

             কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি।

             নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা,

             তপন-শশী হেরিছে বসি   তোমার সাজনা।

             ঘুমাও যবে মায়ের বুকে    আকাশ চেয়ে রহে ও মুখে,

             জাগিলে পরে প্রভাত করে   নয়ন-মাজনা।

             নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.