রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

১০৬ (kaj bholabar je go tora)

                   কাজ ভোলাবার কে গো তোরা !

                   রঙিন সাজে কে যে পাঠায়

                       কোন্‌ সে ভুবন-মনো-চোরা !

                   কঠিন পাথর সারে সারে

                   দেয় পাহারা গুহার দ্বারে,

                   হাসির ধারায় ডুবিয়ে তারে

                       ঝরাও রসের সুধা-ঝোরা !

                   স্বপন-তরীর তোরা নেয়ে

                   লাগল প্রাণে নেশার হাওয়া,

                       পাগ্‌লা পরান চলে গেয়ে।

                   কোন্‌ উদাসীর উপবনে

                   বাজল বাঁশি ক্ষণে ক্ষণে,

                   ভুলিয়ে দিল ঈশান কোণে

                       ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা ।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.