রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, শৈলজারঞ্জন মজুমদার

১৩২ (kotjao amar hairiye jabar)

         কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা    মনে মনে!

          মেলে দিলেম গানের সুরের এই ডানা    মনে মনে।

                তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,

                পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্‌-কথার–

          পারুলবনের চম্পারে মোর হয় জানা    মনে মনে।।

          সূর্য যখন অস্তে পড়ে ঢুলি   মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।

                সাত সাগরের ফেনায় ফেনায় মিশে

                আমি     যাই ভেসে দূর দিশে–

          পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা   মনে মনে।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.