রাগ: বসন্ত-পঞ্চম-ভৈরব-বাহার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1295

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৩৮ (eso eso bosonto)

এস এস বসন্ত ধরাতলে।

আনো কুহুতান, প্রেমগান,

আনো গন্ধমদভরে অলস সমীরণ;

আনো নবযৌবন-হিল্লোল, নব প্রাণ,

প্রফুল্ল নবীন বাসনা ধরাতলে।

এস থরথর-কম্পিত, মর্মর-মুখরিত,

নব-পল্লব-পুলকিত

ফুল-আকুল-মালতী-বল্লি বিতানে,

সুখছায়ে মধুবায়ে, এস এস।

এস অরুণ-চরণ-কমল-বরন তরুণ উষার কোলে।

এস জ্যোৎস্না-বিবশ নিশীথে,

কল-কল্লোল তটিনী-তীরে,

সুখসুপ্ত সরসী-নীরে, এস এস।

এস যৌবন-কাতর হৃদয়ে,

এস মিলন-সুখালস নয়নে,

এস মধুর শরম মাঝারে,

দাও বাহুতে বাহু বাঁধি,

নবীন কুসুম পাশে রচি দাও নবীন মিলন-বাঁধন।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.