রাগ: মিশ্র ঝিঁঝিট

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: পতিসর

৫৮ (badhu michhe rag korona)

          বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না।

মম      মন বুঝে দেখো মনে মনে--মনে রেখো, কোরো করুণা॥

          পাছে আপনারে রাখিতে না পারি

          তাই কাছে কাছে থাকি আপনারি--

          মুখ হেসে যাই, মনে কেঁদে চাই--সে আমার নহে ছলনা॥

          দিনেকের দেখা, তিলেকের সুখ,

          ক্ষণেকের তরে শুধু হাসিমুখ--

          পলকের পরে থাকে বুক ভ'রে   চিরজনমের বেদনা।

          তারি মাঝে কেন এত সাধাসাধি,

          অবুঝ আঁধারে কেন মরি কাঁদি--

          দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.