রাগ: বিভাস-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1315

রচনাকাল (খৃষ্টাব্দ): 1908

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৪২ (megher kole rod uthechhe)

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।   আহা, হাহা, হা।

আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।   আহা, হাহা, হা ॥

     কী করি আজ ভেবে না পাই,   পথ হারিয়ে কোন্‌ বনে যাই,

     কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।   আহা, হাহা, হা ॥

কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে--

তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।

     রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,

     মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।   আহা, হাহা, হা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.