রাগ: কেদারা - ছায়ানট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৫ (tomari jharnatalar nirjane)

তোমারি     ঝরনাতলার নির্জনে

মাটির এই   কলস আমার ছাপিয়ে গেল কোন্‌ ক্ষণে ॥

রবি ওই        অস্তে নামে শৈলতলে,

বলাকা       কোন্‌ গগনে উড়ে চলে--

আমি এই    করুণ ধারার কলকলে

নীরবে        কান পেতে রই আনমনে

তোমারি     ঝরনাতলার নির্জনে ॥

দিনে মোর   যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,

মেটে বা      নাই মেটে তা ভাবব না আর তার তরে

সারাদিন      অনেক ঘুরে দিনের শেষে

এসেছি       সকল চাওয়ার বাহির-দেশে,

নেব আজ    অসীম ধারার তীরে এসে

প্রয়োজন     ছাপিয়ে যা দাও সেই ধনে

তোমারি     ঝরনাতলার নির্জনে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.