রাগ: কেদার-ছায়ানট

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1322

রচনাকাল (খৃষ্টাব্দ): 1916

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

২৪ (ganer surer asankhani pati)

      গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।

      ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥

ঐ যে তোমার ভোরের পাখি    নিত্য করে ডাকাডাকি,

      অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,

      মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥

      আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,

      জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।

আজকে এলে নতুন বেশে    তালের বনে মাঠের শেষে,

      অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।

      দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.