রাগ: সাহানা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৭৭ (tumi je cheye achho)

তুমি যে          চেয়ে আছ       আকাশ ভ'রে,

নিশিদিন          অনিমেষে        দেখছ মোরে ॥

আমি চোখ      এই আলোকে   মেলব যবে

তোমার ওই     চেয়ে-দেখা      সফল হবে,

এ আকাশ       দিন গুনিছে      তারি তরে ॥

ফাগুনের         কুসুম-ফোটা    হবে ফাঁকি

আমার এই      একটি কুঁড়ি     রইলে বাকি।

সে দিনে          ধন্য হবে         তারার মালা

তোমার এই     লোকে লোকে   প্রদীপ জ্বালা

আমার এই      আঁধারটুকু       ঘুচলে পরে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.