রাগ: আশাবরী-ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৮৪ (apnare diye rachili re ki)

          আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!

          খুলে দেখ্‌ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥

মুক্তি আজিকে নাই কোনো ধারে,   আকাশ সেও যে বাঁধে কারাগারে,

          বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ॥

          ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার-- আপনারে ফেল্‌ দূরে--

          সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।

শূন্য করিয়া রাখ্‌ তোর বাঁশি,   বাজাবার যিনি বাজাবেন আসি--

          ভিক্ষা না নিবি, তখনি জানিবি   ভরা আছে তোর ধন ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.