রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

২১৭ (o nithur aro ki ban)

          ও নিঠুর,        আরো কি বাণ তোমার তূণে আছে?

                   তুমি    মর্মে আমায় মারবে হিয়ার কাছে ॥

আমি   পালিয়ে থাকি, মুদি আঁখি,   আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো--

                             কোথাও কিছু আঘাত লাগে পাছে ॥

                   আমি    মারকে তোমার ভয় করেছি ব'লে

                             তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে।

যে দিন সে ভয় ঘুচে যাবে   সে দিন তোমার বাণ ফুরাবে গো--

                             মরণকে প্রাণ বরণ করে বাঁচে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.