রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

২২৩ (ei karechho bhalo nithur he)

এই করেছ ভালো, নিঠুর,

             এই করেছ ভালো।

এমনি করে হৃদয়ে মোর

             তীব্র দহন জ্বালো।

                           আমার এ ধূপ না পোড়ালে

                           গন্ধ কিছুই নাহি ঢালে,

                           আমার এ দীপ না জ্বালালে

                                  দেয় না কিছুই আলো।

যখন থাকে অচেতনে

             এ চিত্ত আমার

আঘাত সে যে পরশ তব

             সেই তো পুরস্কার।

              অন্ধকারে মোহে লাজে

                    চোখে তোমায় দেখি না যে,

                    বজ্রে তোলো আগুন করে

                           আমার যত কালো।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.