রাগ: কীর্তন

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1932

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

৫৫৪ (ami jakhan chhilem andha)

               আমি    যখন ছিলেম অন্ধ

     সুখের খেলায় বেলা গেছে, পাই নি তো আনন্দ ॥

খেলাঘরের দেয়াল গেঁথে          খেয়াল নিয়ে ছিলেম মেতে,

     ভিত ভেঙে যেই এলে ঘরে ঘুচল আমার বন্ধ।

     সুখের খেলা আর রোচে না, পেয়েছি আনন্দ ॥

ভীষণ আমার, রুদ্র আমার,নিদ্রা গেল ক্ষুদ্র আমার--

     উগ্র ব্যথায় নূতন ক'রে বাঁধলে আমার ছন্দ।

যে দিন তুমি অগ্নিবেশে  সব-কিছু মোর নিলে এসে

     সে দিন আমি পূর্ণ হলেম ঘুচল আমার দ্বন্দ্ব।

     দুঃখসুখের পারে তোমায় পেয়েছি আনন্দ ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.