তনু (tonu)


ওই তনুখানি তব আমি ভালোবাসি।

এ প্রাণ তোমার দেহে হয়েছে উদাসী

শিশিরেতে টলমল ঢলঢল ফুল

টুটে পড়ে থরে থরে যৌবন বিকাশি।

চারি দিকে গুঞ্জরিছে জগৎ আকুল

সারা নিশি সারা দিন ভ্রমর পিপাসী।

ভালোবেসে বায়ু এসে দুলাইছে দুল,

মুখে পড়ে মোহভরে পূর্ণিমার হাসি।

পূর্ণ দেহখানি হতে উঠিছে সুবাস।

মরি মরি কোথা সেই নিভৃত নিলয়,

কোমল শয়নে যেথা ফেলিছে নিশ্বাস

তনু-ঢাকা মধুমাখা বিজন হৃদয়।

ওই দেহখানি বুকে তুলে নেব, বালা,

পঞ্চদশ বসন্তের একগাছি মালা॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •