পাষাণী মা (pashani ma)


হে ধরণী, জীবের জননী,

       শুনেছি যে মা তোমায় বলে,

তবে কেন তোর কোলে সবে

       কেঁদে আসে, কেঁদে যায় চলে।

তবে কেন তোর কোলে এসে

       সন্তানের মেটে না পিয়াসা।

কেন চায়, কেন কাঁদে সবে,

       কেন কেঁদে পায় না ভালোবাসা।

কেন হেথা পাষাণ-পরান,

       কেন সবে নীরস নিষ্ঠুর,

কেঁদে কেঁদে দুয়ারে যে আসে

       কেন তারে করে দেয় দূর।

কাঁদিয়া যে ফিরে চলে যায়

       তার তরে কাঁদিস নে কেহ,

এই কি মা, জননীর প্রাণ,

       এই কি মা, জননীর স্নেহ!

 

 

  •  
  •  
  •  
  •  
  •