বিবসনা (bibasana)


ফেলো গো বসন ফেলো,ঘুচাও অঞ্চল।

পরো শুধু সৌন্দর্যের নগ্ন আবরণ

সুরবালিকার বেশ কিরণবসন।

পরিপূর্ণ তনুখানি বিকচ কমল,

জীবনের যৌবনের লাবণ্যের মেলা।

বিচিত্র বিশ্বের মাঝে দাঁড়াও একেলা।

সর্বাঙ্গে পড়ুক তব চাঁদের কিরণ,

সর্বাঙ্গে মলয়-বায়ু করুক সে খেলা।

অসীম নীলিমা-মাঝে হও নিমগন

তারাময়ী বিবসনা প্রকৃতির মতো।

অতনু ঢাকুক মুখ বসনের কোণে

তনুর বিকাশ হেরি লাজে শির নত।

আসুক বিমল উষা মানবভবনে,

লাজহীনা পবিত্রতা--শুভ্র বিবসনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •