চিরদিন (chirodin)


কোথা রাত্রি, কোথা দিন, কোথা ফুটে চন্দ্র সূর্য তারা,

কে বা আসে কে বা যায়, কোথা বসে জীবনের মেলা,

কে বা হাসে কে বা গায়, কোথা খেলে হৃদয়ের খেলা,

কোথা পথ, কোথা গৃহ, কোথা পান্থ, কোথা পথহারা।

কোথা খ'সে পড়ে পত্র জগতের মহাবৃক্ষ হতে,

উড়ে উড়ে ঘুরে মরে অসীমেতে না পায় কিনারা,

বহে যায় কালবায়ু অবিশ্রাম আকাশের পথে,

ঝর ঝর মর মর শুষ্ক পত্র শ্যাম পত্রে মিলে।

এত ভাঙা এত গড়া, আনাগোনা জীবন্ত নিখিলে,

এত গান এত তান এত কান্না এত কলরব--

কোথা কে বা, কোথা সিন্ধু, কোথা ঊর্মি, কোথা তার বেলা--

গভীর অসীম গর্ভে নির্বাসিত নির্বাপিত সব।

জনপূর্ণ সুবিজনে, জ্যোতির্বিদ্ধ আঁধারে বিলীন

আকাশমণ্ডপে শুধু বসে আছে এক "চিরদিন'।

 

 

  •  
  •  
  •  
  •  
  •