বলেশ্বরী, ৮ আশ্বিন, ১৩০৪


 

কাল্পনিক (kalponik)


বেহাগ

 

আমি          কেবলি স্বপন করেছি বপন

                   বাতাসে--

তাই          আকাশকুসুম করিনু চয়ন

                   হতাশে।

          ছায়ার মতন মিলায় ধরণী,

          কূল নাহি পায় আশার তরণী,

          মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায়

                   আকাশে।

 

কিছু           বাঁধা পড়িল না শুধু এ বাসনা-

                   বাঁধনে।

কেহ          নাহি দিল ধরা শুধু এ সুদূর

                   সাধনে।

          আপনার মনে বসিয়া একেলা

          অনলশিখায় কী করিনু খেলা,

          দিনশেষে দেখি ছাই হল সব

                   হুতাশে!

আমি          কেবলি স্বপন করেছি বপন

                   বাতাসে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •