ভাদ্র-আশ্বিন, ১৩০৪


 

লীলা (lila)


সিন্ধুভৈরবী

 

কেন    বাজাও কাঁকন কনকন, কত

                  ছলভরে!

ওগো,  ঘরে ফিরে চলো, কনককলসে

                  জল ভরে।

কেন    জলে ঢেউ তুলি ছলকি ছলকি

                  কর খেলা,

কেন    চাহ খনে খনে চকিত নয়নে

                  কার তরে

         কত     ছলভরে!

 

হেরো   যমুনা-বেলায় আলসে হেলায়

                  গেল বেলা,

যত     হাসিভরা ঢেউ করে কানাকানি

                  কলস্বরে

         কত     ছলভরে।

হেরো   নদীপরপারে গগনকিনারে

                  মেঘমেলা,

তারা    হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি

                  মুখ-'পরে

         কত     ছলভরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •