শান্তিনিকেতন, ১৯ আশ্বিন, ১৩২১


 

৭৬ (ghorer theke enechhilem)


ঘরের থেকে এনেছিলেম

                       প্রদীপ জ্বেলে--

ডেকেছিলেম, "আয় রে তোরা

                        পথের ছেলে।'

      বলেছিলেম, "সন্ধ্যা হল,

      তোমরা পূজার কুসুম তোলো,

      আমার প্রদীপ দেবে পথে

                       কিরণ মেলে।'

পথের আঁধার পথে রেখে

                        এলেম ফিরে,

প্রদীপ হাতে পথ দেখানো

                        ছেড়েছি রে।

      এবার বলি, "ওগো আলো,

      আমায় তুমি আপনি জ্বালো,

      ভাঙা প্রদীপ পথের ধুলায়

                        দিলেম ফেলে।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •