২০ (boliyachhinu mamare)


              বলিয়াছিনু মামারে--

  তোমারি ঐ চেহারাখানি কেন গো দিলে আমারে।

তখনো আমি জন্মিনি তো,       নেহাত ছিনু অপরিচিত,

  আগেভাগেই শাস্তি এমন, এ কথা মনে ঘা মারে।

  হাড় ক'খানা চামড়া দিয়ে ঢেকেছে যেন চামারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •