রেলপথে, ২৫ শ্রাবণ, ১৩১৭


 

১৫৩ (premer dutke pathabe nath kobe)


প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে।

সকল দ্বন্দ্ব ঘুচবে আমার তবে।

 

       আর-যাহারা আসে আমার ঘরে

       ভয় দেখায়ে তারা শাসন করে,

           দুরন্ত মন দুয়ার দিয়ে থাকে,

               হার মানে না, ফিরায়ে দেয় সবে।

 

সে এলে সব আগল যাবে ছুটে,

সে এলে সব বাঁধন যাবে টুটে,

    ঘরে তখন রাখবে কে আর ধরে

        তার ডাকে যে সাড়া দিতেই হবে।

 

       আসে যখন, একলা আসে চলে,

       গলায় তাহার ফুলের মালা দোলে,

           সেই মালাতে বাঁধবে যখন টেনে

               হৃদয় আমার নেরব হয়ে রবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •