সুখস্বপ্ন (sukhaswapna)


ওই  জানালার কাছে বসে আছে

     করতলে রাখি মাথা।

তার   কোলে ফুল পড়ে রয়েছে,

সে যে  ভুলে গেছে মালা গাঁথা।

শুধু  ঝুরু ঝুরু বায়ু বহে যায়,

তার  কানে কানে কী যে কহে যায়,

তাই আধো শুয়ে আধো বসিয়ে

কত ভাবিতেছে আনমনে।

              উড়ে উড়ে যায় চুল,

কোথাউড়ে    উড়ে পড়ে ফুল,

                 ঝুরু ঝুরু কাঁপে গাছপালা

     সমুখের উপবনে।

অধরের কোণে হাসিটি

     আধখানি মুখ ঢাকিয়া,

কাননের পানে চেয়ে আছে

  আধমুকুলিত আঁখিয়া।

সুদূর স্বপন ভেসে ভেসে

চোখে এসে যেন লাগিছে,

ঘুমঘোরময় সুখের আবেশ

  প্রাণের কোথায় জাগিছে।

চোখের উপরে মেঘ ভেসে যায়,

উড়ে উড়ে যায় পাখি,

সারাদিন ধরে বকুলের ফুল

ঝরে পড়ে থাকি থাকি।

মধুর আলস, মধুর আবেশ,

মধুর মুখের হাসিটি,

মধুর স্বপনে প্রাণের মাঝারে

বাজিছে মধুর বাঁশিটি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •