৮ ভাদ্র, ১৩২০  Cheyne Walk


 

৩৪ (e monihar amay nahi saje)


এ মণিহার আমায় নাহি সাজে।

        পরতে গেলে লাগে,এরে

                     ছিঁড়তে গেলে বাজে।

            কণ্ঠ যে রোধ করে,

            সুর তো নাহি সরে,

ওই দিকে যে মন পড়ে রয়

                        মন লাগে না কাজে।

 

                তাই তো বসে আছি,

এ হার তোমায় পরাই যদি

                তবেই আমি বাঁচি।

     ফুলমালার ডোরে

     বরিয়া লও মোরে

তোমার কাছে দেখাই নে মুখ

                     মণিমালার লাজে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •