১৫ অগ্রহায়ণ, ১৩২০


 

৪৯ (amar sokol kata dhonyo kore)


আমার    সকল কাঁটা ধন্য ক'রে

                     ফুটবে গো ফুল ফুটবে।

আমার    সকল ব্যথা রঙিন হয়ে

                     গোলাপ হয়ে উঠবে।

আমার    অনেকদিনের আকাশ-চাওয়া

            আসবে ছুটে দখিন-হাওয়া

            হৃদয় আমার আকুল ক'রে

                     সুগন্ধ ধন লুটবে।

 

আমার    লজ্জা যাবে যখন পাব

                     দেবার মতো ধন।

যখন      রূপ ধরিয়ে বিকশিবে

                     প্রাণের আরাধন।

আমার    বন্ধু যখন রাত্রিশেষে

            পরশ তারে করবে এসে,

            ফুরিয়ে গিয়ে দলগুলি সব

                       চরণে তার লুটবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •