২২ চৈত্র, ১৩২০


 

৮৬ (aj jotsarate sobai gechhe bone)


আজ      জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

            বসন্তের এই মাতাল সমীরণে।

            যাব না গো যাব না যে,

            থাকব পড়ে ঘরের মাঝে,

  এই নিরালায় রব আপন কোণে।

  যাব না এই মাতাল সমীরণে।

 

  আমার এ ঘর বহু যতন ক'রে

  ধুতে হবে মুছতে হবে মোরে।

 

            আমারে যে জাগতে হবে,

            কী জানি সে আসবে কবে

  যদি আমায় পড়ে তাহার মনে।

  যাব না এই মাতাল সমীরণে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •