পদ্মা, ২০ মাঘ, ১৩২১


 

২৫ (je bosonto ekdin korechhilo)


     যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল

              লয়ে দলবল

          আমার প্রাঙ্গণতলে কলহাস্য তুলে

          দাড়িম্বে পলাশগুচ্ছে কাঞ্চনে পারুলে;

              নবীন পল্লবে বনে বনে

     বিহ্বল করিয়াছিল নীলাম্বর রক্তিম চুম্বনে;

          সে আজ নিঃশব্দে আসে আমার নির্জনে;

               অনিমেষে

              নিস্তব্ধ বসিয়া থাকে নিভৃত ঘরের প্রান্তদেশে

                        চাহি সেই দিগন্তের পানে

          শ্যামশ্রী মূর্ছিত হয়ে নীলিমায় মরিছে যেখানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •