Home > Verses > লেখন > লেখন

লেখন    

৭২


৭২

কুন্দকলি ক্ষুদ্র বলি নাই দুঃখ, নাই তার লাজ,

পূর্ণতা অন্তরে তার অগোচরে করিছে বিরাজ।

বসন্তের বাণীখানি আবরণে পড়িয়াছে বাঁধা,

সুন্দর হাসিয়া বহে প্রকাশের সুন্দর এ বাধা॥    

 

 

২৬ কার্ত্তিক, ১৩৩৩ Nov.7.1926   বুডাপেস্ট্‌ Balatonfűred, Hungary