শিলঙ, ৩০ বৈশাখ, ১৩৩৪


 

নূতন (nuton)


আমরা খেলা খেলেছিলেম,

                 আমরাও গান গেয়েছি;

           আমরাও পাল মেলেছিলেম,

                 আমরা তরী বেয়েছি।

           হারায় নি তা হারায় নি,

           বৈতরণী পারায় নি,

           নবীন আঁখির চপল আলোয়

                 সে কাল ফিরে পেয়েছি।

           দূর রজনীর স্বপন লাগে

                 আজ নূতনের হাসিতে।

           দূর ফাগুনের বেদন জাগে

                 আজ ফাগুনের বাঁশিতে।

           হায় রে সেকাল, হায় রে

           কখন্‌ চলে যায় রে

           আজ একালের মরীচিকায়

                 নতুন মায়ায় ভাসিতে।

           যে মহাকাল দিন ফুরালে

                 আমার কুসুম ঝরাল,

           সেই তোমারি তরুণ ভালে

                 ফুলের মালা পরাল।

           কইল শেষের কথা সে,

           কাঁদিয়ে গেল হতাশে,

           তোমার মাঝে নতুন সাজে

                 শূন্য আবার ভরাল।

           আনলে ডেকে পথিক মোরে

                 তোমার প্রেমের আঙনে।

           শুকনো ঝোরা দিল ভরে

                 এক পসলায় শাঙনে।

           সন্ধ্যামেঘের কোনাতে

           রক্তরাগের সোনাতে

           শেষ নিমেষের বোঝাই দিয়ে

                 ভাসিয়ে দিলে ভাঙনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •