১৯. ৮. ৩২


 

৯১ (mati akraiya thakibare chai)


মাটি আঁকড়িয়া থাকিবারে চাই

           তাই হয়ে যাই মাটি।

"রবো' বলে যার লোভ কিছু নাই

           সেই রয়ে যায় খাঁটি।

পাহাড় যে সেও ক্ষ'য়ে ক্ষ'য়ে মরে

           কালের দীর্ঘশ্বাসে

মুকুল কেবল যতবার ঝরে

           ততবার ফিরে আসে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •