১২ ফেব্রুয়ারী, ১৯৩০


 

২০ (ontore tabo snigdho madhuri)


কল্যাণীয়া

     তনু,

         অন্তরে তব স্নিগ্ধ মাধুরী পুঞ্জিত,

         বাহিরে প্রকাশ সুন্দর হাতে সন্দেশে।

         লুব্ধ কবির চিত্ত গভীর গুঞ্জিত,

         মুগ্ধ মধুপ মিষ্ট রসের গন্ধে সে।

         রবি দাদারে যে ভুলালে তোমার নাতিত্বে

         প্রবাসবাসের অবকাশ ভরি আতিথ্যে,

         সেই কথাটুকু গাঁথি দিল এই ছন্দে সে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •