মেঘনা, ১৩৫৪


 

৫৬ (pathe jobe choli mor chhaya)


পথে যবে চলি মোর ছায়া পড়ে লুটায়ে,

ধরণী কখনো তারে রাখে না তো উঠায়ে।

     খাতা কেন ভরো যত উড়ো কথাগুলোতে,

     মুক্তি লভুক তারা, মিলে যাক ধুলোতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •