সুলগ্না বন্দোপাধ্যায়

যেথায় তোমার লুট হতেছে

        যেথায় তোমার লুট হতেছে ভুবনে
        সেইখানে মোর চিত্ত যাবে কেমনে?।
সোনার ঘটে সূর্য তারা       নিচ্ছে তুলে আলোর ধারা,
        অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে॥
        যেথায় তুমি বস দানের আসনে,
        চিত্ত আমার সেথায় যাবে কেমনে।
নিত্য নূতন রসে ঢেলে       আপনাকে যে দিচ্ছ মেলে,
        সেথা কি ডাক পড়বে না গো জীবনে?।

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৮ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান : বোলপুর

স্বরলিপিকার: 1910

সুলগ্না বন্দোপাধ্যায় - অন্যান্য নিবেদন